বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন “জাতীয় নিরাপদ সড়ক চাই ” জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত, গ্রেফতার ১ ভালুকায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু বদরগঞ্জে প্রাইভেট শিক্ষককে মারধর, ব্ল্যাকমেইল অতঃপর চাঁদা দাবি নরসিংদীতে হযরত মোঃ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাকিবুল গ্রেফতার কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী অষ্টোপ্রহর শেষে লালন আখড়া ছাড়ছেন সাধু ভক্তরা দীর্ঘ ১৭ বছর পরে শারিকখালীতে জামায়াতে ইসলামীর ওপেন সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদী পুরান চর বাজারে কনফেকশনারি দোকান লুট

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, মুন্সীগঞ্জে অ্যাড.মৃণাল কান্তি দাস এমপি

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও স্বাধীনতা-মুক্তি উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কায় ভোট দিন,উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখুন।

গতকাল বুধবার মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন,আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রুমি রাজন, কাউন্সিলর মকবুল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি কাজী আসাদুজ্জামান লিপু,রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কালাম বেপারি,ছাত্রলীগ সহ-সভাপতি আইএস শান্ত নূর, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ,মীরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেকান্দার হোসেন,প্যানেল মেয়র ও কাউন্সিলর আওলাদ হোসেন, আব্দুর রহিম বাদশা,সদর উপজেলা কৃষক লীগের সভাপতি পিয়ার হোসেন প্রমুখ।
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেন,সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ একটি শক্তিশালী অর্থনৈতিক ভিতের উপর প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। বিএনপি আমলে মাথাপিছু আয় ছিল মাত্র মাত্র ৫৪৩ ডলার।বর্তমানে যা ২৭৬৫ মার্কিন ডলার।অর্থাৎ বিএনপি-জামাত আমলের চেয়ে ৫ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে মাথাপিছু আয়। ৬ কোটির বেশি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত। দারিদ্র্যের হার ২০০৫-০৬ সালে ছিল ৪১.৫ শতাংশ। বর্তমানে দারিদ্র্যের হার কমে হয়েছে ১৮.৭ শতাংশ। অতি দারিদ্র্যের হার ছিল ২৪.২৩ শতাংশ।সেখান থেকে এখন দারিদ্র্যের হার ৫.৬ শতাংশে নেমে এসেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য রাজনীতি করে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।দেশের ভূমিহীন- গৃহহীন মানুষদের বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ১৩ লাখের বেশি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দিয়ে প্রায় ৫০ লক্ষ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সমাজের ছিন্নমূল মানুষের একদিকে যেমন মাথা গোঁজার ঠাঁই হয়েছে,স্থায়ী ঠিকানা হয়েছে,অন্যদিকে অর্থনৈতিক সাবলম্বিতা অর্জনের সুযোগ সম্প্রসারিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছিল। বাংলাদেশে একসময় মানুষকে খাদ্যের অভাবে কষ্ট সহ্য করতে হতো।মঙ্গা,খরা ও প্রাকৃতিক দুর্যোগে চরম খাদ্যাভাবে কবলিত হতো।বঙ্গবন্ধু কন্যার সুদক্ষ নেতৃত্বে সেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ বর্তমান বিশ্বে পাট ও কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়,ধান ও সবজি উৎপাদনে তৃতীয়,আম ও আলু উৎপাদনে সপ্তম,পেয়ারা উৎপাদনে অষ্টম,চা উৎপাদনে চতুর্থ, ইলিশ মাছে প্রথম, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে পঞ্চম অবস্থানে রয়েছে।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর