বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন “জাতীয় নিরাপদ সড়ক চাই ” জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত, গ্রেফতার ১ ভালুকায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু বদরগঞ্জে প্রাইভেট শিক্ষককে মারধর, ব্ল্যাকমেইল অতঃপর চাঁদা দাবি নরসিংদীতে হযরত মোঃ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাকিবুল গ্রেফতার কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী অষ্টোপ্রহর শেষে লালন আখড়া ছাড়ছেন সাধু ভক্তরা দীর্ঘ ১৭ বছর পরে শারিকখালীতে জামায়াতে ইসলামীর ওপেন সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদী পুরান চর বাজারে কনফেকশনারি দোকান লুট

নরসিংদী জেলার নির্বাচনী হালচাল

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
নরসিংদী জেলার নির্বাচনী হালচাল

আবুনাঈম রিপন: নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩০ই নভেম্বর জমা দেওয়া র শেষ দিন ছিল। ৭ই জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দৌড় ঝাপ শুরু করে দিয়েছেন।সময় যতোই ঘনিয়ে আসছে ততোই উওোজনা বিরাজ করছে জনগণের মধ্যে।

একদিকে নিত্যপন্যের দম বেড়ে যাওয়া অন্য দিকে নির্বাচনের হাওয়ায় জনমনে একধরনের আতংক ছড়িয়ে পড়ছে। সামনে কি হয় এ নিয়ে সাধারণ জনগনের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলে এ বিষয়ে জানা যায়। তথ্য সূত্র মতে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন । জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন। এরমধ্যে ১২ জন স্বতন্ত্র প্রার্থী। নরসিংদী- ১ (সদর) আসনে মোট প্রার্থী হয়েছেন ১০ জন। এরমধ্যে স্বতন্ত্র ৩ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কামরুজ্জামান, জাতীয় পার্টির মো: ওমর ফারুক, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো: শাহাজাহান মিয়া, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো: ইকবাল হোসেন ভুঞা, তৃণমূল বিএনপির মো: জলিল সরকার, স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মো: জাকারিয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: ছবির মিয়া, জাকের পার্টির মো: আওলাদ হোসেন মোল্লা। নরসিংদী- ২ (পলাশ) আসনে মোট প্রার্থী ৬ জন। এরমধ্যে স্বতন্ত্র ৩ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আলতামাশ কবির, জাসদের প্রার্থী জায়েদুল কবির, জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম, স্বতন্ত্র সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন ও স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা। নরসিংদী- ৩ (শিবপুর) আসনে মোট প্রার্থী ৮ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম, জাতীয় পার্টির এএসএম জাহাঙ্গীর পাঠান, ইসলামী ঐক্যফ্রন্টের মো: নূরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির ডা. মো: আফতাব হোসেন, তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মণ, স্বতন্ত্র প্রার্থী মো: মাসুম মৃধা। নরসিংদী- ৪ (মনোহরদী-বেলাব) আসনে মোট প্রার্থী ৫ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খান বীরু, জাতীয় পার্টির অ্যাডভোকেট কামাল উদ্দিন, মুক্তিজোটের এমদাদুল হক ভূলন, জাকের পার্টির মো: ফয়সাল মিয়া। নরসিংদী- ৫ (রায়পুরা) আসনে মোট প্রার্থী ১০ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ২ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধূরী, জাতীয় পার্টির প্রকৌশলী শহিদুল ইসলাম, ইসলামী ঐক্য জোট বাংলাদেশ এর মুফতি আ: কাদের মোল্লা, বিএনএফ এর বিটু মিয়া, জাসদের মাহফুজুর রহমান, বাংলাদেশ কংগ্রেস পার্টির মমতাজ মহল, জাকের পার্টির বিল্লাল মিয়া, গণফ্রন্টের নাজমুল হক শিকদার, স্বতন্ত্র প্রার্থী সোলেমান খন্দকার।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর