মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত, গ্রেফতার ১ ভালুকায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু বদরগঞ্জে প্রাইভেট শিক্ষককে মারধর, ব্ল্যাকমেইল অতঃপর চাঁদা দাবি নরসিংদীতে হযরত মোঃ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাকিবুল গ্রেফতার কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী অষ্টোপ্রহর শেষে লালন আখড়া ছাড়ছেন সাধু ভক্তরা দীর্ঘ ১৭ বছর পরে শারিকখালীতে জামায়াতে ইসলামীর ওপেন সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদী পুরান চর বাজারে কনফেকশনারি দোকান লুট নরসিংদীর শিবপুরে এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাই বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার; স্বামী পলাতক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৩ (শিবপুর) দলীয় মনোনয়নের প্রত্যাশী সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন অপরদিকে নৌকার মনোনয়ন চান সিরাজুল ইসলাম মোল্লা। মনজুর এলাহী ও পিছিয়ে নেই, কে হবেন শিবপুরের অভিভাবক?

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৩ (শিবপুর) দলীয় মনোনয়নের প্রত্যাশী সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন অপরদিকে নৌকার মনোনয়ন চান সিরাজুল ইসলাম মোল্লা। মনজুর এলাহী ও পিছিয়ে নেই, কে হবেন শিবপুরের অভিভাবক?

আবুনাঈমরিপনঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন, ক্লিন ইমেজের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন। তৎকালীন সময়ে বিএনপির প্রয়াত মহাসচিব আবদুল মান্নান ভূইয়াকে পরাজিত করে, শিবপুর আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হন জহিরুল হক ভূইয়া মোহন। এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জহিরুল হক ভূইয়া মোহন সাধুবাদ জানান।।

এরই ধারাবাহিকতায় শিবপুর আসনে জনপ্রিয়তার শীর্ষে থাকা বর্তমান সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন বার বার ক্ষমতাশীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। এর ফলে এবারও তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে সক্ষম হবেন বলে আশাবাদী,দলীয় নেতা কমীরা। জহিরুল হক ভূইয়া মোহন এমপির জনপ্রিয়তা থাকলেও এই আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ৪ জন প্রার্থী প্রচার-প্রচারণায় সরব রয়েছেন। এবার পুরোনো অনেক নেতাদের সাথে অনেক নতুন মুখও দলীয় মনোনয়ন পেতে দলের হাইকমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ২০২৩ সালের শেষের দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে মনে করেই তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন।

নেতাকর্মীদের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে প্রচার প্রচারণা। অনেকে আবার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু করে দিয়েছেন, যোগাযোগ রাখছেন জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে। আওয়ামী লীগ সূত্রে জানা যায়, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, নরসিংদী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফম মাহাবুবুল হাসান মাহবুব এই ৩জন এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন বলে বিভিন্ন সূত্র মতে জানা যায় । সেই লক্ষ্যেই তারা দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। অপর দিকে মনোনয়ন প্রত্যাশী, শিবপুরের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।

রাজনৈতিক ভাবে মাঠে সরব রয়েছেন। বেশ ঢাক ডোল পিটিয়ে, প্রচার প্রচারনায় রয়েছেন। বিভিন্ন সূএ ও গণমাধ্যমে থেকে জানা যায়। শিবপুরের স্থানীয় আঃলীগ নেতা কর্মীদের মতে, জননেত্রী শেখ হাসিনা শিবপুরের মনোনয়ন দিবেন, যাকেই দেন,তার হয়ে কাজ করার কথা জানান। আঃলীগের দুবারের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন এমপি আঃ লীগের দলীয় মনোনয়ন পাবেন বলে , ধারনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী মনজুর এলাহী প্রচার-প্রচারণা নিরবে চালিয়ে যাচ্ছেন। নরসিংদী জেলা বিএনপির কোন্দলের কারনে, শিবপুরে রাজনৈতিক ভাবে প্রভাব পড়েছে। শিবপুরের রাজনৈতিক মাঠ এখন সরব,নতুন মুখ সহ পুরোনো নেতারা। চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার, প্রচারনা।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর